এডবি ফটেশপে (Adobe Photoshop) শত শত কিবোর্ড শর্টকাট আছে। সবগুলো মনে রাখতে গেলে মনে রাখার পেছনেই আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে। তাছাড়া, সবগুলো শর্টকাট ব্যবহারের প্রয়োজনও হয় না। এমন অনেক শর্টকাট রয়েছে যেগুলো কোনও ডিজাইনারের কখনোই দরকার হয়না। অন্যান্য সফটওয়্যারের মতো এটাতেও রয়েছে অসংখ্য কিবোর্ড শর্টকাট, যেগুলো জেনে রাখাটা একজন ডিজাইনারের অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগিনার থেকে শুরু করে এক্সপার্ট লেভেলের ডিজাইনারসহ যে কারো জন্যেই Adobe Photoshop এর শর্টকাট কী জেনে রাখাটা জরুরী।

ফটোশপের সাধারণ কিছু কি-বোর্ড শর্টকাট

ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক + Enter: ব্যাকগ্রাউন্ড আনলক করতে ব্যবহৃত হয়।

Ctrl+H (উইন্ডোজ) এবং cmd+H (ম্যাকওএস): টিউটোরিয়াল বা গাইড দেখানো ও বন্ধ করতে।

Ctrl+R (উইন্ডোজ) এবং cmd+R (ম্যাকওএস): রুলারের জন্য।

Ctrl+Z (উইন্ডোজ) এবং cmd+Z (ম্যাকওএস): ভুল করে কোনো কিছু মুভ বা সিলেক্ট হয়ে গেলে Undo করতে।

Ctrl+Alt+Z (উইন্ডোজ) এবং cmd+opt+Z (ম্যাকওএস): একবারেই একাধিক Undo করতে।

C কোনো কিছু ক্রপ (Crop) করতে।

H  গ্রাডিয়েন্ট টুল ব্যবহার করতে।

Adobe Photoshop এর শর্টকাট কী এবং এগুলোর ব্যবহার

(১) ড্রাগ সিলেকশনঃ

মারকুই টুলস দিয়ে কোন ডুকেন্টের উপর ড্রাগ করুন (মাউস ছাড়বেন না), এবারে স্পেসবার চেপে ধরুনদেখবেন এটা আপনাকে আনডিফাইনড সিলেকশন ড্রাগ করতে দিচ্ছে।

(২) ডকুমেন্ট ডানে-বামে সরানোঃ

কন্ট্রোল কী প্রেস করে আপ এরাে কী প্রেস করলে ডকুমেন্ট ডানে আর ডাউন কীর জন্য বামে সরবে

(৩) মাউসের স্ক্রলে জুম করুনঃ

ছবিতে জুম ইন/আউট করতে কীবাের্ডের Ctrl+Alt+ মাউসের স্ক্রল উপর/নিচ-এ নিন।

(৪) ১০০% জুমঃ

জুম আইকনে ডাবল ক্লিক করলে ছবি ১০০% জুমে রিসেট হবে।

(৫) ফন্ট লিস্ট ব্রাউজ করুনঃ

শুধু ফন্টের উপর মাইসের এক ক্লিক করুন। এবার কীবাের্ডের আপ-ডাউন এরাে প্রেস করলেই ফন্ট পরিবর্তন হতে থাকবে।

(৬) ফন্ট সাইজ স্কেলিংঃ

আপনি যেই টেক্সটি স্কেল করতে চান সেটি সিলেক্ট করুন। এবার কন্ট্রোল+শিফট+> অথবা< প্রেস করুন সাইজ বাড়াতে/কমাতে।

(৭) টেক্সট সাইজ এডজাস্টঃ

টেক্সট সাইজে মাউস ক্লিক করে কন্ট্রোল কীবাের্ডের লেফট/রাইট প্রেস করলে ফন্ট সাইজ বাড়বে/কমবে। আর যদি একইসাথে শিফট চেপে ধরে রাখেন তাহলে দশ করে ফন্ট সাইজ বাড়বে/কমবে।

(৮) টেক্সট সাইজ স্ক্রল করে এডজাস্টঃ

আপনি চাইলে টেক্সট সাইজে মাইস ক্লিক করে মাউসের স্ক্রল বাটন প্রেস করেও টেক্স সাইজ বাড়াতে-কমাতে পারবেন।

 (৯) সকল লেয়ার গ্রুপ কলাপ্স/এক্সপান্ডঃ

আপনি চাইলে কন্ট্রোল কী চেপে ড্রপডাউনে ক্লিক করলেই সবগুলা রুট-লেভেল লেয়ার গ্রুপ একসাথে কলাপ্স/এক্সপান্ড হবে।

(১০) শুধু একটি লেয়ার শাে করতেঃ

আপনি যদি ছবির একটি বাদের বাকি সকল লেয়ার হাইড করতে চান তাহলে শুধু অন্টার কী প্রেস করে সেটার ভিজিবিলিটি আইকনে প্রেস করলেই হবে।

(১১) একসাথে কয়েকটি লেয়ার শাে/হাইড করতেঃ

একসাথে একই কলামের কয়েকটি লেয়ারকে আপনি যদি একসাথে হাইড বা শাে করাতে চান তাহলে একটি একটি করে ভিজিবিলিটি আইকনে ক্লিক না করে যেকোনাে একটি ক্লিক করে মাউস ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে যান।

 (১২) লেয়ার ব্লেন্ডিং মােড নেভিগেশনঃ

ব্লেন্ডিং মােশ ড্রপডাউনে নেভিগেট করতে চাইলে Alt+Shift+-/+ কী প্রেস করুন।

(১৩) নির্দিষ্ট ব্লেন্ডিং মােড সেট করতেঃ

একটি লেয়ারের জন্য নির্দিষ্ট ব্লেন্ডিং মােড নির্বাচনের কিছু শর্টকাট আছে। যেমনAlt + Shift + C/N/M/S/D এখানে। Normal = Opt + Shift + N. Screen = Opt + Shift + S Multiply = Opt + Shift + M Color = Opt + Shift + c

(১৪) লেয়ার ট্রান্সপারেন্সি লক করুনঃ

কীবাের্ডের ফরােয়ার্ড স্ল্যাশ (/) প্রেস করলে লেয়ারের ট্রান্সপারেন্সি লক হবে।

(১৫) টুল প্যানেলঃ

অনেকেই জানেন এটি, ট্যাব কী প্রেস করে টুলস প্যানেলের পরের অপশনে যাওয়া যায়।

(১৬) চ্যানেল সিলেকশন লােড করতেঃ

Ctrl+ নাম্বার কী প্রেস করলে চ্যানেলগুলা এক্টিভেট হবে।

 (১৭) কার্সরঃ

ক্যাপস লক অন করলে কার্সর টুল আরাে প্রিসাইসলি দেখা যাবে।

(১৮) টুলস লিস্ট নেভেগেশনঃ

কীবাের্ডের শিফট+টুল শর্টকাট প্রেস করে টুলস লিস্ট নেভিগেট করতে পারবেন।

(১৯) লেয়ার ডুপ্লিকেট করাঃ

এটি কয়েকটা উপায়ে করা যায়।

(i) আপনি Ctrl+Alt চেপে ধরে ড্রাগ করে এক্টিভ লেয়ারটি কপি করতে পারেন। (ii) Ctrl+Alt+ এরাে কী ব্যবহার করেও কাজটি করা যায়। (iii) Ctrl+ J প্রেস করলে এক্টিভ লেয়ারটি একই পজিশনে কপি হবে। (iv) Alt চেপে মাউস নিয়ে ড্রাগ করেও লেয়ার প্যালেটের মধ্যে লেয়ার কপি করা যায়।

(২০) ব্রাশ সাইজঃ

ব্রাশ টুল সিলেক্টেড অবস্থায় (/) প্রেস করে ব্রাশের সাইজ বাড়াতে/কমাতে পারবেন। আর শিফট চেপে কাজটি করলে ব্রাশের হার্ডনেস পরিবর্তিত হবে।

(২১) অপাসিটি পরিবর্তনঃ

এখানেও নাম্বার কী প্রেস করে আপনি অপাসিটি সিলেক্ট করতে পারবেন। আবার ব্রাশ টুল সিলেক্টেড অবস্থায় এটি করলে ব্রাশের অপাসিটি চেঞ্জ হবে।

 (২২) ওয়ার্কস্পেস ব্যাকগ্রাউন্ড পরিবর্তনঃ

ফটোশপে ডিফল্টভাবে গ্রে ওয়ার্কস্পে ব্যাকগ্রাউন্ড ব্যবহৃত হয়। আপনি চাইলে এটি পরিবর্তন করতে পারবেন এভাবে (ক) আপনার পছন্দের রঙ সিলেক্ট করুন। (খ) পেইন্ট বাকেট টুল সিলেক্ট করুন। (গ) শিফট চেপে ধরে ওয়ার্কিং এরিয়ায় ক্লিক করুন (ডকুমেন্ট এরিয়ার বাইরে)

(২৩) ব্যাকগ্রাউন্ড/ফোরগ্রাউন্ড কালার ফিলঃ

Alt+ Delete= ফোরগ্রাউন্ড কালার দিয়ে লেয়ার ফিল হবে Ctrl+ Delete= ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে লেয়ার ফিল হবে Ctrl+Shift+ Delete= নন ট্রান্সপারেন্ট পিক্সেলগুলা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল হবে Alt+Shift+ Delete= নন ট্রান্সপারেন্ট পিক্সেলগুলা ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল হবে

(২৪) ডকুমেন্ট উইন্ডাে সুইচিংঃ

Ctrl+ Tab

(২৫) লেয়ার ট্রান্সপারেন্সি লােডঃ

Ctrl চেপে ধরে লেয়ারের থাম্বনেইলে ক্লিক করলে তার ট্রান্সপারেন্সি ওপেন হবে।

(২৬) কেন্দ্র থেকে আনুপাতিক হারে সিলেক্ট করতেঃ

যখন আপনি মারকুই কিংবা ফ্রি ট্রান্সফর্ম টুলস ব্যবহার করবেন, Alt+Shift+ মাউস ড্রাগ করালে কেন্দ্র থেকে আনুপাতিক হারে নির্বাচিত হবে।

(২৭) আইড্রপারের শর্টকাটঃ

ব্রাশ টুল সিলেক্টেড থাকা অবস্থায় Alt প্রেস করলে আইড্রপার টুল এক্টিভেট হবে। আর Alt+Shift প্রেস করলে কালার স্যাম্পলার টুল এক্টিভেট হবে।