চৈত্রের দাবানলে বৈশাখের দাহ্
চৈত্র সংক্রান্তির বুক চিরে এল বৈশাখ
বয়সের আর এক ধাপ বৃদ্ধি।
আমি ক্ষয় হতে চলেছি ক্রমে ক্রমে– – –
এখন আমি বালির পরাগ মেখে যৌবনদীপ্ত খুঁজে বেড়াই।
দেখি প্রিয়তমার চোখে নীল শালুকের রঙ
আর মুখে অট্টহাসি যেন ধূমায়িত রহস্যের ছাপ।
জানি নারী শব্দের অর্থ রহস্যময়, যেখানে
প্রাণ সপিলে নিশ্চিত দাহ।
সাম্যবাদের ব্রক্ষ্মবিদ্যা আমার জানা নেই
তাই আমি আর স্বপ্ন দেখি না, দেখি না
বসন্ত বৈশাখে ফোটা কোন ফুল।
স্বপ্নের সিঁড়ি ভেঙে অবশেষে শেষ ধাপ বাস্তবতা
এখানেই এসে থমকে দাঁড়িয়েছি।
এখনো জীবনের অর্থ খুঁজে পাইনি।
জীবনের জীবন্ত হৃদ, শূন্যতায় টলমল
চৈত্রের আগুনে দাউ দাউ করে জ্বলছি
শরীরের সমস্ত শিকড়ের ফাঁকে ফাঁকে তৃষ্ণা প্রকট মরুময়।
আমার জীবনের সঞ্চিত পাণ্ডুলিপি আজ কলংকিত দুর্বিসহ স্তূপ।
সুব্রত দেব (বাংলা বিভাগ জঃ সঃ কঃ)