গর্ভবতী মায়ের নিজের প্রয়োজনীয় খাবার খাওয়ার পাশাপাশি গর্ভস্থ শিশুর জন্য বাড়তি খাদ্যের প্রয়োজন হয়। তাই গর্ভবতী মা ও তার অনাগত শিশুর সুস্থ জীবনের জন্য গর্ভবতী মায়ের প্রতিদিন পুষ্টিকর খাদ্য গ্রহণ করা প্রয়োজন।

মায়ের অপুষ্টিকর খাদ্য গ্রহণ শুধু তার জন্যই ক্ষতিকর নয়, ভ্রুণ এবং নবজাত শিশুর জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। গর্ভাবস্থায় মা পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ না করার কারণে শিশু ও গর্ভবতী মা উভয়ই অপুষ্টিতে ভোগেন।

আর মা যদি গর্ভাবস্থায় অপুষ্টিতে ভোগেন, তাহলে শিশু অপুষ্টি নিয়ে জন্মগ্রহণ করবে।

গর্ভ, প্রসব ও প্রসব-পরবর্তী সময়ে মায়ের বিশেষ যত্নঃ

নবজাতকের স্বাস্থ্যের প্রচ্ছন্ন ঝুঁকি এবং মৃত্যু নিবারণ করার কৌশলঃ

জন্মের পর থেকে ৬ মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানঃ

শিশুর খাবার ও পুষ্টিঃ

শিশুর সুস্থতার জন্য পরিস্কার পরিচ্ছন্নতা প্রয়োজনঃ

শিশুর প্রারম্ভিক বিকাশঃ

শিশুর প্রারম্ভিক বিকাশ (২- ৫ বৎসর):

শিশুর প্রারম্ভিক বিকাশঃ

শ্বাসতন্ত্রের সংক্রমণে বাড়িতে ব্যবস্থাপনাঃ

ডায়রিয়ায় করণীয়ঃ

জ্বর হলে করনীয়ঃ

শিশুর সাতটি রোগের টিকাঃ

বিপদচিহ্ন জানুন এবং শিশুকে তাড়াতাড়ি হাসপাতালে আনুনঃ

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধঃ