
১। কম্পিউটার শব্দের অর্থ কি?- উত্তরঃ গননাকারী যন্ত্র
২। আধুনিক কম্পিউটারের জনক কে?– উত্তরঃ চালর্স ব্যাবেস
৩। কম্পিউটারের আবিষ্কারক কে?- উত্তরঃ হাওয়ার্ড এ্যাইকিন
৪। PC অর্থ কী?- উত্তরঃ Personal Computer.
৫। CPU কী?– উত্তরঃ Central Processing Unit
৬। LCD 47 Tata fotat?- উত্তরঃ Liquid Crystal Display.
৭। 1 KB =? উত্তরঃ 1024 Byte.
৮। কম্পিউটারের স্মৃতি কত প্রকার?– উত্তরঃ কম্পিউটারের স্মৃতি প্রধানত দুই প্রকার
৯। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?– উত্তরঃ Rom
১০৷ কম্পিউটারে কোনটি নেই?- উত্তরঃ বুদ্ধি বিবেচনা
১১। কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?- উত্তরঃ মাইক্রো প্রসেসর
১২। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?- উত্তরঃ হার্ডওয়্যার
১৩। বর্তমান কম্পিউটার জগতের কিংবদমিত্ম কে?- উত্তরঃ বিল গেটস
১৪। কম্পিউটার বায়ােস (BIOS) কি?– উত্তরঃ Basic Input-Output System
১৫। কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বাের্ডকে বলা হয়?- উত্তরঃ মাদারবাের্ড
১৬। কম্পিউটার র্যাম কি?– উত্তরঃ স্মৃতিশক্তি
১৭। কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে?- উত্তরঃ হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ
১৮। ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ- উত্তরঃ চীন
১৯। IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার?- উত্তরঃ Intel 4004

২০। কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়?– উত্তরঃ ১৯৭৯ সালে
২১। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার?– উত্তরঃ ৪ প্রকার
২২। চ্যাট (Chat) অর্থ কি?– উত্তরঃ খােশগল্প করা
২৩। বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকে ?– উত্তরঃ ১৯৯৬ সালের ৪ জুন
২৪। কম্পিউটারের এই ‘# চিহ্ন কে কি বলে?– উত্তরঃ হ্যাস চিহ্ন
২৫। ওয়েব অর্থ কি?- উত্তরঃ জাল
২৬। মাইক্রো শব্দের অর্থ কি?- উত্তরঃ ক্ষুদ্রাকার
২৭। অসংখ্য কম্পিউটারের সমন্বয়য়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয়?– উত্তরঃ ইন্টারনেট
২৮। ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব (Youtube) এর প্রতিষ্ঠাতা কে?- উত্তরঃ স্টিভ চ্যাল ও জাভেদ করিম
২৯। কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?– উত্তরঃ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
৩০। ই-মেইল কি?- উত্তরঃ ইলেকট্রনিক মেইল
৩১। সর্বপ্রথম কখন মিনি কম্পিউটার তৈরি হয়? উত্তরঃ ১৯৬৪ সালে।
৩২। বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কি? উত্তরঃ পিডিপি-১
৩৩। বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানির নাম কি? উত্তরঃ মাইক্রোসফট কর্পোরেশন
৩৪। বর্তমান বিশ্বে প্রথম স্বয়ংক্রিয় কম্পিউটারের নাম কি? উত্তরঃ আইবিএম মার্ক-১
৩৫। সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রোপ্রসেসরটির নাম কি? উত্তরঃ ইনটেল ৪০০৪
৩৬। ল্যপটপ, লাইফ বুক, নেটবুক, নেটটপ কি? উত্তরঃ ছোট কম্পিউটার।
৩৭। আইপ্যাড কি? উত্তরঃ ট্যাবলেট কম্পিউটার।
৩৮। কম্পিউটার ভাইরাস আসলে কি? উত্তরঃ একধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম।
৩৯ লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক কে? উত্তরঃ ট্যাভেলড লিনাক্স।
৪০। মাইক্রো শব্দের অর্থ কি? উত্তরঃ ক্ষুদ্র বা ছোট।
৪১। বিশ্বে প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? উত্তরঃ অ্যাডা লাভলেস (ব্রিটেন)।
৪২। কম্পিউটার প্রোগ্রামিং এর জনক কে? উত্তরঃ গ্রেস হুপার (মার্কিন যুক্তরাষ্ট্র)।
৪৩। লেজার প্রিন্টারের জনক কে? উত্তরঃ গেরি স্ট্রাকওয়েদার (মার্কিন যুক্তরাষ্ট্র)।
৪৪। যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারের সকল ফলাফল কাগজে ছাপানো হয় তার নাম কি? উত্তরঃ প্রিন্টার।
৪৫। আধুনিক ল্যাপটপের জনক কে? উত্তরঃ বিল মোগরিজ।
৪৬। টেলিফোনের জনক কে? উত্তরঃ আরেকজান্ডার গ্রাহাম বেল।
৪৭। মোবাইল ফোনের জনক কে? উত্তরঃ মার্টিন কুপার।
৪৮। সার্চ ইঞ্জিনের জনক কে? উত্তরঃ এলান এমটাজ।
৪৯। ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতির নাম কি? উত্তরঃ টেলি মেডিসিন

৫০। বিশ্বে ইন্টারনেটর জন্ম হয় কবে? উত্তরঃ ১৯৬৯ সালে।
৫১। ইন্টারনেটের জনক কে? উত্তরঃ ভিনটন জি কার্ফ।
৫২। কম্পিউটার হতে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কি বলা হয়? উত্তরঃ ইন্টারনেট।
৫৩। ওয়েবের জনক কে? উত্তরঃ টিম বার্নাস লি।
৫৪। ই-মেইলের জনক কে? উত্তরঃ রে টমলিনসন।
৫৫। উইকিপিডিয়ার জনক হিসাবে পরিচিত কে? উত্তরঃ জিমি ওয়ালস।
৫৬। গুগলের ইমেইল সেবা জিমেইল কার্যক্রম শুরু হয় কবে? উত্তরঃ ২১ মার্চ ২০০৪ সালে।
৫৭। গুগল নিউজ চালু হয় কখন? উত্তরঃ ২০০২ সালের মার্চে।
৫৮। গুগলের সামজিক যোগাযোগ সেবা গুগল বাজ চালু হয় কবে? উত্তরঃ ৯ ফেব্রয়ারি ২০১০ সাল।
৫৯। উইকিপিডিয়া কি? উত্তরঃ ওয়েবভিত্তিক, বহুভাষীক মুক্ত বিশ্বকোষ।
৬০। মাইক্রোপ্রসেসরের জনক কে? উত্তরঃ মার্সিয়ান টেড হফ।
৬১। গুগলের জনক কে? উত্তরঃ ল্যারি পেজ ও সার্জে ব্রিন।
৬২। জাভা প্রোগ্রামিং ভাষার জনক কে? উত্তরঃ জেমস হজলিং।
৬৩। বিশ্বের প্রাচীনতম ডিজিটাল গ্রন্থাগার হিসেবে পরিচিত কোনটি? উত্তরঃ গুটেনবার্গ প্রকল্প।
৬৪। গুটেনবার্গ প্রকল্প প্রতিষ্ঠা পায় কবে? উত্তরঃ ১ ডিসেম্বর ১৯৭১।
৬৫। গুটেনবার্গ প্রকল্পের প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ মাইকেল র্স্টান হার্ট (যুক্তরাষ্ট্র)।
৬৬। ছাপার অক্ষরে ডিজিটাল লাইব্রেরি শব্দটি প্রথম ব্যবহার করা হয় কবে? উত্তরঃ ১৯৮৮ সালে।
৬৭। ই-বুকের জনক কে? উত্তরঃ মাইকেল র্স্টান হার্ট (যুক্তরাষ্ট্র)।
৬৮। গুগল ই-বুকের যাত্রা শুরু কবে? উত্তরঃ ২০১০ সালে।
৬৯। বাংলাদেশে ই-বুকের যাত্রা শুরু কবে? উত্তরঃ ২৪ এপ্রিল ২০১১।
৭০। সিডি এর জনক কে? উত্তরঃ নোরিও ওহগা (জাপান)।
৭১। মুক্ত সফটওয়্যার আন্দোলন করেন কে? উত্তরঃ রিচার্ড ম্যাথিউ স্টলম্যান।
৭২। ইয়াহু এর জনক কে? উত্তরঃ ডেভিড ফিলো এবং জেরি ইয়াং।
৭৩। ইয়াহু মেইল সেবা চালু হয় কবে? উত্তরঃ ৮ অক্টোবর ১৯৯৭।
৭৪। ইউটিবের জনক কে? উত্তরঃ চ্যাড হারলি, স্টিভ চ্যান ও জাবেদ করিম।
৭৫। মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ বিল গেট ও পল অ্যালেন।
৭৬। মাইক্রোসফট কর্পোরেশন প্রতিষ্ঠা হয় কবে? উত্তরঃ ৪ এপ্রিল ১৯৭৫।
৭৭। মাইক্রোসফট কর্পোরেশনের সদর দপ্তর কোথায়? উত্তরঃ রেডমন্ড, ওয়াশিংটন (যুক্তরাষ্ট্র)।
৭৮। টুইটারের জনক কে? উত্তরঃ জ্যাক ডোরেসে, নোয়া গ্লাস, ইভান উইলিয়ামস ও বিজস্টোন।
৭৯। ভিডিও গেমসের জনক কে? উত্তরঃ রাল্ফ এইচ বেয়ার।
৮০। আধুনিক ভিডিও গেমসের জনক কে? উত্তরঃ শিজেরু মিয়ামোটো।
৮১। মাইক্রোসফট উইন্ডোজ কি? উত্তরঃ মাইক্রোসফট কর্পোরেশনের বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম।
৮২। লেজার কবে আবিষ্কৃত হয়? উত্তরঃ ১৬ মে ১৯৬০।
৮৩। ইউটিউবের প্রতিষ্ঠা কবে? উত্তরঃ ১৪ ফেব্রয়ারি ২০০৫।
৮৪। মজিলা ফাউন্ডেশন প্রতিষ্ঠা কবে? উত্তরঃ ১৫ জুলাই ২০০৩।
৮৫। লেজার কবে আবিষ্কৃত হয়? উত্তরঃ ১৬ মে ১৯৬০।
৮৬। ব্লগিং এর জনক কে? উত্তরঃ ইভান উইলিয়ামস
৮৭। যিনি ব্লগ পেস্ট করেন তাকে কি বলে? উত্তরঃ ব্লগার।
৮৮। মজিলা কর্পোরেশন প্রতিষ্ঠা কবে? উত্তরঃ ৩ আগস্ট ২০০৫।
৮৯। মজিলা ফায়ারফক্সের জনক কে? উত্তরঃ ব্লেইক রস ও ডেভ হায়াট।
৯০। নোকিয়ার জনক কে? উত্তরঃ ফ্লেডিক আইডেসটাম।
৯১। নোকিয়া কোম্পানি প্রতিষ্ঠা কবে? উত্তরঃ ১৮৬৫ সালে।
৯২। উইকিলিকসের প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ জুলিয়ান অ্যাসাঞ্জ।
৯৩। উইকিলিকসের প্রতিষ্ঠা কবে? উত্তরঃ ২০০৬ সালে।
৯৪। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ মার্ক জুকারবাগ।
৯৫। ফেসবুক প্রতিষ্ঠা কবে? উত্তরঃ ৪ ফেব্রয়ারি ২০০৪।
৯৬। কম্পিউটার আউটপুট ডিভাইস কি কি? উত্তরঃ মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, হেডফোন, প্লটার, ভিজ্যুয়াল ডিসপ্লে ইউনিট, ফিল্ম রেকর্ডার ইত্যাদি।

৯৭। অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন
৯৮। অ্যাপল এর প্রতিষ্ঠা কবে? উত্তরঃ ১ এপ্রিল ১৯৭৬।
৯৯। আইফোন এর প্রস্তুতকারক কে? উত্তরঃ অ্যাপল কম্পিউটার।
১০০। ডেল কম্পিউটারের প্রতিষ্ঠাতাকে? উত্তরঃ মাইকেল ডেল।
১০১। ডেল এর প্রতিষ্ঠা কবে? উত্তরঃ ৪ নভেম্বর ১৯৮৪।
১০২। এইচপি কম্পিউটারের জনক কে? উত্তরঃ উইলিয়াম হিউলেট ও ডেভিড প্যাকার্ড।
১০৩। এইচপি এর প্রতিষ্ঠা কবে? উত্তরঃ ১ জানুয়ারি ১৯৩৯।
১০৪। পারমাণবিক বোমার আবিস্কারক কে? উত্তরঃ ওপেনহাইমার
১০৫। কম্পিউটারের ব্যবহার নয় কোনটি?– উত্তরঃ স্বপ্ন দেখা
১০৬। মাউস ক্লিক বলতে কি বুঝায়?– উত্তরঃ মাউসের বাম বােতামে চাপা
১০৭। কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?- উত্তরঃ Compute
১০৮। কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে?– উত্তরঃ ৩ ধরনের
১০৯। পাওয়ারপয়েন্ট ফাইলকে বলা হয়- উত্তরঃ প্রেজেনটেশন
১১০। কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয়- উত্তরঃ পেনড্রাইভ
১১১। নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?– উত্তরঃ বিজয়
১১২। তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি?– উত্তরঃ ডাক বিভাগ
১১৩। অপারেটিং সিষ্টেম হচ্ছে- উত্তরঃ মানুষের মসিত্মস্কের বুদ্ধি
১১৪। Find কমান্ড থাকে কোন মেনুতে?– উত্তরঃ Edit
১১৫। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়- উত্তরঃ ফন্ট ডায়লগ বক্সে
১১৬। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফ্টওয়্যার- উত্তরঃ প্রাণ
১১৭। কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে- উত্তরঃ কম
১১৮। বিভিন্ন অক্ষর টাইপ করতে কী-বাের্ডের কোথায় চাপ দিতে হয়- উত্তরঃ বােতামে
১১৯। কত সালে অ্যাপেল অপারেটিং সিষ্টেম ৭.০ প্রবর্তন করেন?- উত্তরঃ ১৯৭১ সালে
১২০। কম্পিউটারে স্মৃতি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয়?– উত্তরঃ বাইট
১২১। প্রথম কম্পিউটার প্রােগ্রামার কে?- উত্তরঃ লেডি অ্যাডা অগাষ্টা
১২২। পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রােগ্রাম?- উত্তরঃ মাল্টিমিডিয়া
১২৩। কম্পিউটারের কাজের গতি কি দ্বিরা প্রকাশ করে?- উত্তরঃ ন্যানাে সেকেন্ড
১২৪। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন?- উত্তরঃ গণিতবিদ
১২৫। চ্যাট (Chat) অর্থ কি?- উত্তরঃ খােশগল্প করা৫২। মাইক্রো শব্দের অর্থ কি?- উত্তরঃ ক্ষুদ্রাকার
১২৬। নিউমেরিক কি প্যাড কোথায় থাকে?– উত্তরঃ কীবাের্ডের ডান দিকে।
১২৭। সফ্টওয়্যারের অন্তর্ভুক্ত নয় কোনটি?– উত্তরঃ মনিটর
১২৮। ফাইল কপি বা স্থানামত্মর প্রক্রিয়ার চুড়ামত্ম নির্দেশ হল- উত্তরঃ Copy
১২৯। একসিস কোন ধরনের প্যাকেজ প্রােগ্রম? – উত্তরঃ ডেটাবেজ
১৩০। পাওয়ার পয়েন্ট ফাইলেক কি বলা হয়—উত্তরঃ প্রেজেন্টেশন
১৩১। কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফ্টওয়্যারটি সর্বাধিক উপযােগী?- উত্তরঃ এম.এস.এক্সেল
১৩২। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রম্নতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?- উত্তরঃ লেজার প্রিন্টার
১৩৩। কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে আইবিএম | পিসি তৈরী?- উত্তরঃ ইন্টেল
১৩৪। BOL কি?- উত্তরঃ Bangladesh Online Limited.
১৩৫। অপারেটিং সিস্টেম হচ্ছে- উত্তরঃ মানুষের মসিত্মস্কের বুদ্ধি
১৩৬। Find কমান্ড কোন মেনুতে থাকে?- উত্তরঃ Edit মেনুতে
১৩৭। কিসে Close কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায়?– উত্তরঃ File মেনুর Close কমান্ড দিলে
১৩৮। নােটপ্যাড এর ব্যবহার নয় কোনটি?– উত্তরঃ ছবি আঁকা

১৩৯। উইন্ডােজ ৯৫ বাজারে এসেছিল- উত্তরঃ ১৯৯৫ সালের ২৫ সেপ্টেম্বর
১৪০। জন্ম তারিখ হলাে একটি- উত্তরঃ ফিল্ড
১৪১। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়- উত্তরঃ ফন্ট ডায়ালগ বক্সে
১৪২। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার– উত্তরঃ প্রাণ
১৪৩। কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে- উত্তরঃ কম
১৪৪। Binary digit থেকে উৎপত্তি হয়- উত্তরঃ Bit
১৪৫। প্রােগ্রামের মূল লক্ষ্য কী?- উত্তরঃ সমস্যার সমাধান
১৪৬। কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- উত্তরঃ ড. ষ্টিবিজ
১৪৭। লেখালেখির জন্য তৈরী ব্যবহারিক প্যাকেজ প্রােগ্রাম কোনটি?– উত্তরঃ ওয়ার্ড প্রােসের্সি প্রােগ্রাম
১৪৮। যেসব প্রােগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে?– উত্তরঃ এন্টিভাইরাস
১৪৯। মাইক্রো কম্পিউটারে সবকিছু একত্রে থাকাকে কি বলে?– উত্তরঃ লজিক বাের্ড
১৫০। দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে কে?– উত্তরঃ মডেম
১৫১। কম্পিউটার গণনার একক কোনটি?– উত্তরঃ বাইট
১৫২। এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রােগ্রাম?- উত্তরঃ স্প্রেডশিট
১৫৩। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়?- উত্তরঃ ন্যানাে সেকেন্ড
১৫৪। কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না?– উত্তরঃ সফ্টওয়্যার
১৫৫। কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়?- উত্তরঃ তথ্য বা ডাটা
১৫৬। কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে?– উত্তরঃ নির্দেশ অনুযায়ী
১৫৭। কম্পিউটার যন্ত্র কোন ভাষা বােঝে?– উত্তরঃ নিজস্ব ভাষা
১৫৮। কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় কোনটি?– উত্তরঃ স্ক্যানার
১৫৯। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলাে—উত্তরঃ সুপার কম্পিউটার
১৬০। কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে?– উত্তরঃ মানুষের
১৬১। শুরুতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানাে হত?– উত্তরঃ গণনার
১৬২। সফ্টওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ?- উত্তরঃ ভারত
১৬৩। ইন্টারনেটের একাউন্ট গ্রহণকারীদের কি বলে? – উত্তরঃ নেটিজেন
১৬৪। ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে- উত্তরঃ যুক্তরাষ্ট্রে
১৬৫। বর্তমান যােগাযােগের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি? – উত্তরঃ ইন্টারনেট
১৬৬। Ok এবং Cancel অথবা Close বােতাম কোথায় থাকে? – উত্তরঃ ডায়ালগ বক্সে
১৬৭। কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে?- উত্তরঃ File
১৬৮। File, Edit, Help, View ইত্যাদি শব্দগুলাে কোথায় লেখা থাকে? – উত্তরঃ মেনু বারে
১৬৯। ফাইল সেফ করার জন্য কোন মুেনর প্রয়ােজন? – উত্তরঃ ফাইল মেনুর
১৭০। F1 থেকে F12 পর্যমত্ম কী-গুলােকে এক সাথে বলা হয় – উত্তরঃ ফাংশন কী?
১৭১। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার হয় না? – উত্তরঃ দশমিক
১৭২। চন্দ্রাবতী হলাে- – উত্তরঃ বাংলা ফন্টের নাম
১৭৩। কোনটি চিত্রভিত্তিক ডাটাবেজ প্রােগ্রাম?- উত্তরঃ এক্সেল
১৭৪। ডাটাবেজ অর্থ হল—উত্তরঃ তথ্যবিন্যাস
১৭৫। বিজয় কী বাের্ড ব্যবহার করার জন্য কী টাইপ করতে হয়?– উত্তরঃ Ctrl+Alt+B
১৭৬। কম্পিউটার মাউস কে তৈরী করেন?- উত্তরঃউইলিয়াম ইংলিস
১৭৭। WWW এর জনক কে?- উত্তরঃ টিম বার্নস লি
১৭৮। কম্পিউটারের ভাষা কি প্রকৃতির হয়?- উত্তরঃ ডিজিটাল
১৭৯। কার্সর (Cursor) কি?– উত্তরঃ আলােক রেখা
১৮০৷ উইন্ডােজ আসলে কিসের মতাে?- উত্তরঃ খােলা জানালা
১৮১। অক্ষর কাটা বা মােছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়?– উত্তরঃ ডিলিট বা ব্যাকস্পেস
১৮২। কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন?– উত্তরঃ ফ্রেড কোহেন
১৮৩। ডেটা ফাইলসমুহ আক্রমণ করে কোন ভাইরাস?– উত্তরঃ ম্যাক্রো ভাইরাস
১৮৪। মাউসকে ঝুলিয়ে ধরনের কিসের মতাে দেখায়?– উত্তরঃ ইদুরের মত
১৮৫। ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়ােয়ন?– উত্তরঃ ফাইল মেনু
১৮৬। কম্পিউটার ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে– উত্তরঃ ডাটা ইনপুট করায় ভুল হয়েছে

১৮৭৷ ইনপুট ডিভাইস কোনটি?- উত্তরঃ কিবাের্ড
১৮৮। আউটপুট ডিভাইস কোনটি?– উত্তরঃ মনিটর
১৮৯। সিপিইউ এর অংশ নয় কোনটি?- উত্তরঃমেমােরি
১৯০। কম্পিউটারের স্মৃতি কত প্রকার– উত্তরঃ ২
১৯১। কম্পিউটার প্রধানত কয় প্রকার?- উত্তরঃ ৩
১৯২। ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ নয় কোনটি?– উত্তরঃ ওয়ার্ড প্রসেসর
১৯৩। ৫৩D কোন ধরনের সংখ্যা?– উত্তরঃ হেক্সাডেসিমাল
১৯৪। সংখ্যা পদ্ধিতি মােট কত প্রকার?– উত্তরঃ ৪ প্রকার
১৯৫। ফাংশন কি কোন গুলি?- উত্তরঃ F1-F12
১৯৬। 0-09 পর্যমত্ম Key গুলাের নাম কী?- উত্তরঃ Numeric Key
১৯৭। নিচের কোনটি স্পেশাল Keyl- উত্তরঃ Space bar
১৯৮। নিচের কোনটি Antivirus সফ্টওয়্যারের নাম লিখ?- উত্তরঃ Norton
১৯৯। MS word-এ Select All এর শর্টকাট কমান্ড কি?- উত্তরঃ Ctrl+A
২০০। LAN এর পূর্ণ নাম লিখ?– উত্তরঃ Local Area Network
২০১। WWW এর পূর্ণ নাম লিখ?- উত্তরঃ World Wide- Web
২০২। ইংরেজী বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বােতাম প্রয়ােজনঃ – উত্তরঃ Caps Lock
২০৩। Save কোন মেনুতে রয়েছে?- উত্তরঃ File
২০৪। মেনুবারে কয়টি মেনু আছে – উত্তরঃ ৯টি
২০৫। Save এর সর্টকাট কমান্ড লিখ- উত্তরঃ Ctrl+S
২০৬। MS word-এ Symbol কোন মেনুতে আছে- উত্তরঃ Insert
২০৭। File অর্থ কি? -নথিপত্র ১৩৭। Data Processing কয় প্রকার?- উত্তরঃ ৩
২০৮। জ্জ্ব কিভাবে লিখতে হয় … – উত্তরঃ জ জ ব
২০৯। IBM PC প্রথম বাজারে আসে…- উত্তরঃ ১৯৮১ সালে
২১০। মাইক্রোসফ্ট উইন্ডােজ 3.1 বাজারে আসে… – উত্তরঃ ১৯৯২ সালে
২১১। Apple Computer কত সালে বাজারে আসে… – উত্তরঃ ১৯৭৬ সালে
২১২। MS word-এ New document নেয়ার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়- উত্তরঃ File
২১৩। পুরাতন ডকুমেন্ট Open করার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়- উত্তরঃ File
২১৪। Save অর্থ কি?- উত্তরঃ সংরক্ষণ করা
২১৫। Paragraph কোন মেনুতে রয়েছে- উত্তরঃ Format
২১৬। MS word-এ Find এর শর্টকাট কমান্ড কি?- উত্তরঃ Ctrl+F
২১৭। MS word-এ Document কে বড় করে দেখার জন্য- উত্তরঃ Zoom

২১৮। M.S Excel -এ কতটি রাে আছে?- উত্তরঃ ৬৫,৫৩৬টি
২১৯। M.S Excel -এ কতটি কলাম আছে?- উত্তরঃ ২৫৬টি
২২০। M.S Excel -এ কতটি Cell আছে?– উত্তরঃ ১,৬৭,৭৭,২১৬টি
২২১। বেসিক ভাষা উদ্বোধন করেন?- উত্তরঃ জন কেমিনি ও টমাস কাটর্জ
২২২। পিসি তৈরীতে আবশ্যক নয় কোনটি?- উত্তরঃ প্রিন্টার
২২৩। সাধারণ ডাটাবেজ হলাে—উত্তরঃ একটি ফাইল বিশিষ্ট ডাটাবেজ
২২৪। লেখালেখির জন্য ব্যবহৃত প্রােগ্রাম কোনটি?– উত্তরঃ ওয়ার্ড প্রসের্সিং
২২৫। নােটবুক নামে পরিচিত কোনটি?- উত্তরঃ ল্যাপটপ
২২৬। পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনার যন্ত্রের নাম- উত্তরঃ MARK-1
২২৭। অ্যানিমেশন, গ্রাফিক্স ও সাউন্ডের সমষ্টিকে কি বলা হয়?– উত্তরঃ মাল্টিমিডিয়া
২২৮। ক্যাপস লক কী জন্য ব্যবহার হয়?- উত্তরঃ বড় হাতের লেখার জন্য
২২৯। নিচের কোনটি ইংরেজী ফন্ট নয়?– উত্তরঃ চন্দ্রাবতী
২৩০। কীবাের্ডে এ্যারাে কী-এর সংখ্যা কয়টি?– উত্তরঃ ৪টি
২৩১। কিবাের্ডে কয়টি AIt Key আছে?– উত্তরঃ ২
২৩২। কিবাের্ডে Windows Key কয়টি?– উত্তরঃ ২
২৩৩। কিবাের্ডে ESc কয়টি?– উত্তরঃ ১
২৩৪। কিবাের্ডে Home Key কয়টি?– উত্তরঃ ১
২৩৫। কোন কম্পিউটার কে পার্সোনাল কম্পিউটার বলা হয়?– উত্তরঃ মাইক্রো কম্পিউটার
২৩৬। অপারেটিং সিষ্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে?– উত্তরঃ পুরাে কম্পিউটার সিস্টেম
২৩৭। কোন কোম্পানি প্রথমে পার্সোনাল কম্পিউটার তৈরী করে?- উত্তরঃ অ্যাপল
২৩৮। মেইনফ্রেম কম্পিউটারের ছােট সংস্করণ কোনটি? – উত্তরঃ মিনিফ্রেম
২৩৯। এনিমেশন শব্দের অর্থ কি?- উত্তরঃ জীবন্ত করা
২৪০। ই-ফোন কি?- উত্তরঃ ইন্টারনেট ফোন
২৪১। পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনা যন্ত্রের নাম- উত্তরঃ MARK-1
২৪২। মার্ক-১ এর দৈর্ঘ্য ছিল- উত্তরঃ ৫১ ফুট লম্বা
২৪৩। রাশিয়ার এ্যাবাকাশকে কী বলা হয়?- উত্তরঃ স্কোটিয়া
২৪৪। পিডিপি-৮ কোন প্রজন্মের কম্পিউটার?- উত্তরঃ দ্বিতীয়
২৪৫। লাইট পেন হলাে এক ধরণের- উত্তরঃ ইনপুট ডিভাইস
২৪৬। কোন ডিক্স সরাসরি ফরমেট করা যায় না- উত্তরঃ ফ্লপি ডিক্স
২৪৭। RAM Cache কিসের অংশ বিশেষ?– উত্তরঃ RAM
২৪৮। উইন্ডােজ এনটি/২০০০ এর বিটের সংখ্যা হলাে- উত্তরঃ ৩২
২৪৯। কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয়?– উত্তরঃ তৃতীয় প্রজন্ম
২৫০। বর্তমান ব্যবহৃত পিসি কোন প্রজন্মে?– উত্তরঃ চতুর্থ প্রজন্মের
২৫১। ইনপুট হিসেবে আসা তথ্যগুলাে জমা হয় কোথায়?– উত্তরঃ যামে
২৫২। মডেম হচ্ছে- উত্তরঃ তথ্য আদান প্রদানে যন্ত্র
২৫৩। বাইনারী অংকের সংক্ষিপ্ত নাম হচ্ছে – উত্তরঃ বিট
২৫৪। একটি ফিল্ডে কতটি বর্ণ হতে পারে?- উত্তরঃ ৬৪টি
২৫৫। কোনটি কম্পিউটারের কাঁচা মাল?– উত্তরঃ তথ্য
২৫৬। প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম কি?- উত্তরঃ মােজাইক
২৫৭। সুপার কম্পিউটার কে আবিস্কার করেন?– উত্তরঃ সেয়মাের ক্রে
২৫৮। প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটারের নাম কি?- উত্তরঃ ইউনিভ্যাক-১
২৫৯৷ মডেমের গতি পরিমাপের একক কি?- উত্তরঃ KBPS
২৬০। সফটওয়্যার কি ধরণের শক্তি- উত্তরঃ অদৃশ্য শক্তি
২৬১। হােমপেজ কি—উত্তরঃ একধরণের ব্যক্তিগত বিজ্ঞাপন
২৬২। নিচের কোনটি ডাটাবেজ প্যাকেজ নয়?– উত্তরঃ জাভা
২৬৩। ইউপিএস কত প্রকার?– উত্তরঃ ২ প্রকার
২৬৪। এইচটিএমএল একটি- উত্তরঃ প্রােগ্রাম
২৬৫। কে এইচটিএমএল ভাষার রূপদান করেন?- উত্তরঃ বার্নার্স লী
২৬৬। শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে কোন প্রােগ্রাম?- উত্তরঃ বেসিক প্রােগ্রাম
২৬৭। কোন প্রােগ্রামিং ল্যাংগুয়েজ?– উত্তরঃ সি
২৬৮। ওরাকল কোন ধরনের প্রােগ্রাম?– উত্তরঃ ডাটাবেজ
২৬৯। ০ ও ১ এই দুটি সংখ্যার প্রত্যেকটিকে কি বলে?- উত্তরঃ বিট
২৭০। সি ল্যাঙ্গুয়েজের জনক কে?- উত্তরঃ ডেনিস রিচি
২৭১। LCD (Liquid Crystal Display) এর জনক কে?- উত্তরঃ সুইস পদার্থবিদ মার্টিন সাউট
২৭২। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?- উত্তরঃ পিপীলিকা
২৭৩। মােবাইল ফোনে প্রথম কথা বলা হয় কবে?-উত্তরঃ ৩ এপ্রিল ১৯৭৩
২৭৪। ২৭ জুন ২০১১ গুগল কোন সামাজিক যােগাযােগ সাইট চালু করেন?- উত্তরঃ গুগল পস্নাস
২৭৫। Quick Hea| কী?– উত্তরঃ এন্টিভাইরাস সফ্টওয়ার
২৭৬। Twitter কী?– উত্তরঃ সামাজিক নেটওয়ার্কিং সাইট
২৭৭। ২০১০ সালের ভারত প্রথম বারের মত কি নামে নিজস্ব ওয়েব ব্রাউজার চালু করেন?- উত্তরঃ Epic.
২৭৮। Zeus (জিয়ুজ) কী?- উত্তরঃ কম্পিউটার ভাইরাস
২৭৯। ৫ জানুয়ারী ২০১০ গুগল প্রথম কোন মােবাইল ফোন বাজারে নিয়ে আসে?– উত্তরঃ নেক্সাস-১
২৮০। ২০১২ সালের জুলাই মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?- উত্তরঃ ২৫ লাখের বেশি
২৮১। ফেসবুকে মনের ভাব প্রকাশকে কী বলে?- উত্তরঃ স্ট্যাটাস
২৮২। ফেসবুকের স্ট্যাটাসকে টুইটারে কী বুঝানাে হয়? – উত্তরঃ টুইট
২৮৩। কোন সামাজিক যােগাযােগ সাইটটি সবচেয়ে বেশি জনপ্রিয়? – উত্তরঃ ফেসবুক
২৮৪। জুন ২০১২ পর্যমত্ম পৃথিবীতে Facebook ব্যবহারকারীদের সংখ্যা কত?- উত্তরঃ ৯০ কোটি
২৮৫। গুগলের ছবি Upload করার সাইটের নাম কি?- উত্তরঃ Picasa
২৮৬। কোন মেমােরি মুছে ফেলা খুব কঠিন?- উত্তরঃ রমের মেমােরি
২৮৭। কোথায় কম্পিউটার চালু করার নির্দেশনাবলি সংরক্ষিত থাকে? – উত্তরঃ ROM.
২৮৮। সর্বপ্রথম কোন কোম্পানি হার্ডডিস্ক তৈরী করেন?- উত্তরঃ আইবিএম
২৮৯। ডিজিটাল ক্যামেরা কি ধরনের ডিভাইস?- উত্তরঃ ইনপুট ডিভাইস
২৯০। ল্যাপটপের কোন অংশটি মাউসের কাজ করে?– উত্তরঃ টাচ প্যাড
২৯১। পেনড্রাইভ প্রথম কখন বাজারে আসে? – উত্তরঃ ২০০০ সালে
২৯২। গেমস খেলার জন্য আলাদা পাের্ট থাকে কোথায়? – উত্তরঃ গ্রাফিক্স কার্ডে
২৯৩। কত সালে প্রথম হার্ডডিক্স তৈরী হয়?- উত্তরঃ ১৯৫৬ সালে
২৯৪। কম্পিউটারের ভাষায় কয়টি অক্ষর আছে? – উত্তরঃ ২টি
২৯৫। পেনড্রাইভ এর অপর নাম কি?- উত্তরঃ ফ্লাশ ড্রাইভ
২৯৬। ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার বাহিনীর ওয়েবসাইটে ঢুকে পড়া হ্যাকারের বয়স কত ছিল?- উত্তরঃ ১৯ বছর
২৯৭। বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভান্ডার কোনটি? – উত্তরঃ উইকিপিডিয়া
২৯৮। কেউ যদি অপরের ওয়েব সাইটে ঢুকে কোন কিছু ক্ষতি না করে ফিরে আসে তাকে কী বলা হয়?- উত্তরঃ হােয়াইট হ্যাট হ্যাকার

২৯৯। Melissa ভাইরাস কবে কম্পিউটার ওয়ার্ল্ডকে আক্রমন করে? – উত্তরঃ ১৯৯৯ সালে
৩০০। Melissa- এর আক্রমনের ভয়ে কোন কোম্পানি তাদের ই-মেই STIGT 79 163? – উত্তরঃ Microsoft.
৩০১। Melissa Virus তৈরী করেন কে?- উত্তরঃ ডেভিড স্মিথ
৩০২। Melissa Virus তৈরীর অপরাধে ডেভিড স্মিথের কী সাজা হয়েছিল?- উত্তরঃ ১০ বছরের জেল?
৩০৩। Mydoom Worm কি?- উত্তরঃ কম্পিউটার ভাইরাস
৩০৪। ২০০৪ সালে কোন কম্পিউটার ভাইরাসটি সাইবার জগৎকে ব্যাপক ক্ষতি সাধন করে?- উত্তরঃ Mydoom Worm
৩০৫। কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে তার ওয়েবসাইট এলােমেলাে করে ফেলে তাকে কী বলা হয়?– উত্তরঃ ব্লাক হ্যাট হ্যাকার
৩০৬। অন্যের ওয়েবসাইটের গােপন অংশে অবৈধভাবে ঢুকে পড়াকে কী বলা হয়?- উত্তরঃ হ্যাকিং
৩০৭। ইন্টারনেট থেকে কোনাে তথ্য কপি করে হুবহু নিজের মতাে চালিয়ে দেওয়াকে কী বলা হয়?- উত্তরঃ পেস্নজারিজম
৩০৮। কম্পিউটার ভাইরাস কি?- উত্তরঃ একধরণের প্রােগ্রাম
৩০৯। সর্বপ্রথম প্রবর্তিত বাংলা লেখা সফটওয়্যারের নাম কি?- উত্তরঃ শহিদলিপি
৩১০। শহিদ লিপি সফটওয়্যার কত সালে প্রবর্তন করা হয়?- উত্তরঃ ১৯৮৫ সালে২৪২। এলাইনমেন্ট কয় ধরণের ?- উত্তরঃ ৪ ধরণের
৩১১। কম্পিউটার ইনপুট দেয়ার জন্য ব্যবহৃত যন্ত্রকে কি বলে?– উত্তরঃ ইনপুট ডিভাইস
৩১২। একটি কীবাের্ডে কয়টি ফাংশন-কী থাকে?- উত্তরঃ ১২টি
৩১৩। দুটি বর্ণ পরস্পরকে যুক্ত করতে সংযােগকারীমধ্যবর্তী “Key”কোনটি?- উত্তরঃ G
৩১৪। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অনুমােদিত বাংলা কীবাের্ড লেআউট এর নাম কী?– উত্তরঃ ন্যাশনাল কীবাের্ড
৩১৫। মাইক্রোসফট ওয়ার্ড চালুর সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবেকোনটি খােলে?- উত্তরঃ নতুন ডকুমেন্ট
৩১৬। অভ্র কত সালে প্রবর্তিত হয়? – উত্তরঃ ২০০৭ সালে
৩১৭। ইংরেজি U বাটন দ্বারা বিজয় বাংলা কীবাের্ডে কী লেখা যায়? – উত্তরঃ জ ও ঝ
৩১৮। উইকিপিডিয়া তৈরী করেন কে?- উত্তরঃ সারাবিশ্বের মানুষ
৩১৯। ইন্টারনেট কী?- উত্তরঃ দুই বা ততােধিক ভিন্ন স্ট্যান্ডার্ড-এর নেটওয়ার্ককে মধ্যবর্তী সিস্টেম (যেমন: গেটওয়ে, রাউটার)-এর মাধ্যমে আন্ত-সংযুক্ত করে। যে মিশ্র প্রকৃতির নেটওয়ার্কের ডিজাইন করা হয়, তাকে ইন্টারনেট বলে
৩২০। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম কি? উত্তরঃ UNIVAC
৩২১। প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? উত্তরঃ Mark-1
৩২২। প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম কি? উত্তরঃ এ্যালটেয়ার ৮৮০০
৩২৩। প্রথম মিনি কম্পিউটারের নাম কি? উত্তরঃ পিডিপি-১
৩২৪। মিনি কম্পিউটারের জন্মদাতা কে? উত্তরঃ কেনেথ এইচ ওলসেন
৩২৫। মানব মসিত্মষ্কের কোন বৈশিষ্ট্য কম্পিউটারে নেই? উত্তরঃ বুদ্ধি বিবেচনা
৩২৬। পামটম কি? উত্তরঃ একধরণের ছােট কম্পিউটার
৩২৭। বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর কোথায় অবস্থিত?- উত্তরঃ যুক্তরাষ্ট্রের আটলান্টায়
৩২৮। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি?- উত্তরঃ আইবিএম-১৬২০ সিরিজ
৩২৯। বাংলাদেশে প্রথম মেইনফ্রেম কম্পিউটার কোথায় অবস্থায় করা হয়?- উত্তরঃ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে।
৩৩০। মাইক্রোসফট কি?- উত্তরঃ কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান
৩৩১। এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় – উত্তরঃ হাইব্রিড কম্পিউটার
৩৩২। CIH’ ভাইরাস কত তারিখে কম্পিউটারে বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি করে?- উত্তরঃ ২৬ এপ্রিল ১৯৯৯
৩৩৩। এক কিলােবাইটের বিটের সংখ্যা কত?- উত্তরঃ 1024 byte
৩৩৪। Web Page কি?- উত্তরঃ সার্ভারে রাখা ফাইল। 2901 http 47 20159 ff? T: hyper text transfer protocol.
৩৩৫। চার্লস ব্যাবেজকে কিসের জনক বলা হয়?- উত্তরঃ কমপিউটারের
৩৩৬। ইনপুট ও আউটপুটকে সংক্ষেপে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়?- উত্তরঃ I/O
৩৩৭। নিয়ন্ত্রণ ইউনিট কে কি বলে?- উত্তরঃ Control Unit
৩৩৮। কার্যনীতির ভিত্তিতে কমপিউটারের শ্রেণিবিভাগ কয়টি ও কি?- উত্তরঃ তিনটি যথাঃ ক) অ্যানালগ। খ) ডিজিটাল। গ) হাইব্রিড
৩৩৯। কমপিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? উত্তরঃ কম্পুটার
৩৪০। কয়েকটি ইনপুট ডিভাইস লিখ?- উত্তরঃ কী-বাের্ড, মাউস, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি
৩৪১। কয়েকটি আউটপুট ডিভাইস লিখ?- উত্তরঃ প্রিন্টার, প্লটার, মনিটর, প্রজেক্টর ইত্যাদি
৩৪২। কমপিউটার শব্দের অর্থ কী?- উত্তরঃ গণনা করা
৩৪৩। কী-বাের্ডের কন্ট্রোল কী-র সংখ্যা কয়টি?- উত্তরঃ ২টি
৩৪৪। মাউসের কিক বলতে কী বুঝায়?- উত্তরঃ মাউসের বাম বােতাম চাপা
৩৪৫। সি.পি.ইউ এর অংশ নয় কী?- উত্তরঃ মেমােরি
৩৪৬। কখন প্রথম মাইক্রো প্রসেসর প্রযুক্তির আবির্ভাব ঘটে?- উত্তরঃ ১৯৮১ সালে
৩৪৭। কমপিউটার পেরিফেরালস্ কত ভাগে ভাগ করা যায়?- উত্তরঃ তিন ভাগে
৩৪৮। ডিফারেন্স ইঞ্জিন বা বিয়ােগকরণ যন্ত্র তৈরী হয় কতসালে? – উত্তরঃ ১৭৮৬ সালে
৩৪৯। নির্গমন মুখ সরঞ্জাম কী?- উত্তরঃ আউটপুট ডিভাইস
৩৫০। কমপিউটার স্মৃতি ব্যবস্থাকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়?- উত্তরঃ দুই ভাগে
৩৫১। কমপিউটারের প্রধান বৈশিষ্ট কী?- উত্তরঃ কান্তিহীনতা
৩৫২। প্রথম ইলেকট্রনিক কমপিউটারের নাম কী?- উত্তরঃ ইউনিভ্যাক
৩৫৩। কমপিউটারের প্রধান ভাষা কোনটি?- উত্তরঃ ইংরেজি
৩৫৪। কমপিউটারের প্রথম প্রজন্ম কতসালের মধ্যে?- উত্তরঃ ১৯৫১-১৯৫৮ সাল
৩৫৫। বাংলাদেশে প্রথম স্থাপিত কমপিউটারের নাম কী?- উত্তরঃ আই.বি.এম.১৬২০ মেইনফ্রেম
৩৫৬। কতসালে বাংলাদেশে কমপিউটার স্থাপিত হয়?- উত্তরঃ ১৯৬৪ সালে
৩৫৭। কাজের ধরণ ও প্রকৃতির উপর নির্ভর করে কমপিউটারকে কতভাগে ভাগ করা যায়?- উত্তরঃ ৩ ভাগে
৩৫৮। মাউস একটি কোন ধরনের ডিভাইস?- উত্তরঃ ইনপুট ডিভাইস
৩৫৯। মাউসে কয়টি বাটন থাকে?- উত্তরঃ ২ টি
৩৬০। কমপিউটারের হার্ডওয়ারকে কত ভাগে ভাগ করা যায়?- উত্তরঃ পাঁচ ভাগে
৩৬১। কমপিউটার কেমন করে কাজ করে?- উত্তরঃ ইনপুট-সিপিইউ-আউটপুট
৩৬২। সি.পি.ইউ এর পূর্ণ রূপ হচ্ছে- উত্তরঃ Central Processing Unit
৩৬৩। মাইক্রোপ্রসেসর আবিষ্কারের সাল?- উত্তরঃ ১৯৭১
৩৬৪। কোন কমপিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে?- উত্তরঃ অ্যানালগ কমপিউটার
৩৬৫। ডিজিটাল কমপিউটার কত প্রকার?- উত্তরঃ ৪ প্রকার
৩৬৬। সবচেয়ে শক্তিশালী কমপিউটার হল?- উত্তরঃ সুপার কমপিউটার
৩৬৭। বাংলাদেশে কয়টি সুপার কমপিউটার রয়েছে?- উত্তরঃ একটিও নয়
৩৬৮। বাংলাদেশের প্রথম কম্পিউটারটি কি ছিল?- উত্তরঃ মেইনফ্রেম
৩৬৯। মাইক্রো শব্দের অর্থ কী?- উত্তরঃ ক্ষুদ্র
৩৭০। পি.সি (PC) শব্দের অর্থ কি?- উত্তরঃ পার্সোনাল কমপিউটার
৩৭১। PDA কোন ধরনের কমপিউটার? উঃ- মাইক্রো কমপিউটার
৩৭২। চার্লস ব্যাবেজ কোন যন্ত্র তৈরি করেন?- উত্তরঃ ডিফারেন্স ইঞ্জিন
৩৭৩। সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কমপিউটার কি?- উত্তরঃ ইউনিভ্যাক
৩৭৪। প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠান?- উত্তরঃ অ্যাপল
৩৭৫। কমপিউটারের প্রজন্ম কয়টি?- উত্তরঃ ৫টি
৩৭৬। কমপিউটারের সথে অন্য সকল ইলেকট্রোনিক যন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য কি?- উত্তরঃ প্রােগ্রামিং যন্ত্র
৩৭৭। কমপিউটারের প্রধান বৈশিষ্ট কয়টি?- উত্তরঃ ২টি
৩৭৮। বর্তমান যুগকে কী বলা হয়?- উত্তরঃ তথ্যপ্রযুক্তির যুগ
৩৭৯। কমপিউটারের কাজ করার গতি হিসাব করা হয় কী হিসেবে?- উত্তরঃ ন্যানাে সেকেন্ডে
৩৮০। ১ মিলি সেকেন্ডে ১ সেকেন্ডের এক ভাগের সমান কত?- উত্তরঃ এক হাজার
৩৮১। ১ ন্যানাে সেকেন্ড হল এক সেকেন্ডের কত ভাগ?- উত্তরঃ একশত কোটি ভাগের এক ভাগ সময়
৩৮২। কমপিউটারে ভুল ফলাফল প্রদর্শন করলে কি বুঝতে হবে?- উত্তরঃ ডাটা ইনপুট করা ভুল হয়েছে
৩৮৩। Hardware বলতে কি বুঝ?- উত্তরঃ শক্ত সামগ্রী
৩৮৪। কি কমপিউটারের বাস নয়?- উত্তরঃ ভি.ই.এস.এ
৩৮৫। কোন ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না?- উত্তরঃ ফপি ডিস্ক
৩৮৬। কী-বাের্ডের ঈঃত্য,অষঃ,ঝরভঃ কী-গুলােকে কী বলে- উত্তরঃ Modifier Key
৩৮৭। কী-বাের্ডে কতগুলাে কী থাকে?- উত্তরঃ ১০৪-১১০ টি
৩৮৮। কমপিউটারের স্পেশাল ডিভাইস কোনটি- উত্তরঃ মাদারবাের্ড
৩৮৯। কমপিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে?- উত্তরঃ তিন ধরনের
৩৯০। সি.পি.ইউ কে কয় ভাগে ভাগ করা যায়?- উত্তরঃ তিন ভাগে
৩৯১। প্রথম প্রজন্মের কমপিউটারে ইনপুট আউটপুট হিসেবে কী ব্যবহার করা হতাে।- উত্তরঃ পাঞ্চকার্ড
৩৯২। টেড হফ কোন বিশ্ববিদ্যালয়ের শিক ছিলেন?- উত্তরঃ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
৩৯৩। ‘টেড হফ’কতসালে মাইক্রোপ্রসেসরের একটি কার্যকর মডেল ঐ তৈরি করেন?- উত্তরঃ ১৯৭০ সালে
৩৯৪। টেড হফ এর তৈরি মাইক্রোপ্রসেসরের নাম কী ছিল?- উত্তরঃ কমপিউটার ইন এ চিপ
৩৯৫। মাইক্রোপ্রসেসরের কাজ কী?- উত্তরঃ তথ্য প্রক্রিয়াকরণ করা
৩৯৬। মাইক্রোপ্রসেসরের অংশ কোনটি?- উত্তরঃ এএল ইউ, কন্ট্রোল ইউনিট, র্যাম প্রভৃতি
৩৯৭। মাইক্রোপ্রসেসরের অংশ নয় কোনটি?- উত্তরঃ রেজিস্টার অ্যারে
৩৯৮। মাইক্রোপ্রসেসরের কোন অংশ তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে?- উত্তরঃ গাণিতিক ইউনিট
৩৯৯। মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়?- উত্তরঃ ALU
৪০০। গাণিতিক যুক্তি ইউনিটে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য যে অস্থায়ী উপাত্ত ব্যবহার করা হয় তার নাম কী?- উত্তরঃ অপারেন্ড
৪০১। মাইক্রোপ্রসেসরের গাণিতিক যুক্তি ইউনিটের কাজ কয় ভাগে ভাগ করা যায়?- উত্তরঃ তিন ভাগে
৪০২। ইন্সট্রাকশন সাইকেল/নির্দেশ চক্রকে কতভাগে ভাগ করা যায়?- উত্তরঃ ২ ভাগে
৪০৩। রেজিস্টার হচ্ছে?- উত্তরঃ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশে অস্থায়ী তথ্য ধারণের স্থান
৪০৪। গাণিতিক ফলাফল সংরণের জন্য কোন রেজিস্টার ব্যবহার করা হয়?- উত্তরঃ অ্যাকুমােলেটর রেজিস্টার
৪০৫। কমপিউটারের বাস গুলাে কী?- উত্তরঃ কন্ট্রোল বাস, ডাটাবাস, ফেস সাইকেল, PCI
৪০৬। র্যামের বৈশিষ্ট কি?- উত্তরঃ বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায়
৪০৭। প্রথম কমপিউটার প্রােগ্রামার কে?- উত্তরঃ লেডি অগডা আগাস্ট
৪০৮।।.B.M এর পূর্ণরূপ কোনটি?- উত্তরঃ International Business Machine
৪০৯। কাজের প্রকৃতি অনুসারে কমপিউটারকে তিন ভাগে ভাগ করা হয় সেগুলাে কী কী?- উত্তরঃ এনালগ, ডিজিটাল, হাইব্রিড
৪১০। প্রিন্টার তিন ধরনের হয় সেগুলাে কী?- উত্তরঃ লেজার, ইনকজেট, ডট ম্যাট্রিক্স
৪১১। লাইট পেন হল এক ধরনের কী?- উত্তরঃ ইনপুট ডিভাইস
৪১২। ডট মেট্রিক্স প্রিন্টারের মুদ্রণ হয় কিসের সাহায্যে- উত্তরঃ পিন ও রিবণের সাহায্যে
৪১৩। কোনটি উচ্চ ঘনত্বের মুদ্রণ যন্ত্র?- উত্তরঃ লেজার প্রিন্টার
৪১৪। ডাটাবেজ সংক্রান্ত সফ্টওয়্যার কোনটি?- উত্তরঃ D Base.
৪১৫। প্লটার কোন ধরনের যন্ত্র?- উত্তরঃ আউটপুট ডিভাইস
৪১৬। প্লটার কী?- উত্তরঃ মানচিত্র ও অন্যান্য নক্সা প্রিন্ট করার জন্য একধরনের প্রিন্টার যা পেন এর সাহায্যে প্রিন্ট হয়েথাকে
৪১৭। মডেম কোন ধরনের যন্ত্র?- উত্তরঃ ইনপুট ও আউটপুট যন্ত্র যা তথ্য আদান-প্রদান করে থাকে
৪১৮। কোন যন্ত্রের সাহায্যে কমপিউটার ভাষাকে টেলিফোনের ভাষায় এবং টেলিফোনের ভাষাকে কমপিউটারের ভাষায় রুপান্তর করে তথ্য প্রেরণ ও গ্রহণ করা যায়- উত্তরঃ মডেম
৪১৯। Modulator ও Demodulator এর সংক্ষিপ্ত রূপ কী?- উত্তরঃ MODEM
৪২০। ডিজিটাল ক্যামেরাতে কী প্রয়ােজন হয় না?- উত্তরঃ ফিল্ম
৪২১। পােষ্ট স্ক্রিপ্ট কী?- উত্তরঃ প্রিন্টারের ভাষা
৪২২। পারসােনাল কমপিউটার এর কারিগরি নাম কী?- উত্তরঃ মাইক্রো কমপিউটার
৪২৩। ক্লোন কী? উত্তরঃ- আই.বি.এম পিসির নকল
৪২৪। মাইক্রোপ্রসেসরের ৮০৮০ ভিত্তিক কমপিউটারের নাম কীর্তা ছিল- উত্তরঃ আলতেয়ার
৪২৫। কোন সালে আই.বি.এম পিসি নামে মাইক্রো কমপিউটার বাজারে ছাড়ে?- উত্তরঃ ১৯৮১ সালে
৪২৬। মাইক্রোসফ্ট কোম্পানির এর প্রধান সফ্টওয়্যার স্থপতির নাম কী / প্রতিষ্ঠাতার নাম কী?- উত্তরঃ বিল গেটস
৪২৭। সামরিক রণকৌশল নির্ণয়, আবহাওয়া পূর্বাভাস, তেল ও গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যবহৃত হয় কোন কমপিউটার?- উত্তরঃ সুপার কমপিউটার
৪২৮। মাদারবাের্ডের সাথে সংযুক্ত থাকে কি?- উত্তরঃ প্রসেসর ও র্যাম
৪২৯। ফার্মওয়ার সংরতি থাকে কোথায়- উত্তরঃ রমে
৪৩০। কমপিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা। সমাধান করে- উত্তরঃ ALU
৪৩১। কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়?- উত্তরঃ ডটিা প্রসেসিং করা
৪৩২। মাইক্রো প্রসেসর কত সালে আবি®কৃত হয়?- উত্তরঃ ১৯৭১ সালে
৪৩৩। ইউনিভ্যাক মার্ক-১ কোন প্রজন্মের কমপিউটার – উত্তরঃ প্রথম প্রজন্মের
৪৩৪। কত সালে ট্রানজিস্টার উদ্ভাবন করা হয়?- উত্তরঃ ১৯৪৮ সালে৩৭২। ইন্টেল কোন দেশের কোম্পানি?- উত্তরঃ যুক্তরাষ্ট্র
৪৩৫। কোন প্রজন্মের কমপিউটারের সঙ্গে মনিটরের সংযােগ শুরু হয়- উত্তরঃ তৃতীয় পজন্মের
৪৩৬। মাইক্রোপ্রসেসর প্রচলন হয় কোন প্রজন্মের কমপিউটারে?- উত্তরঃ চতুর্থ
৪৩৭। কমপিউটারের প্রধান বৈশিষ্ট কী?- উত্তরঃ নির্ভুলতা
৪৩৮। মাই কমপিউটার হল —উত্তরঃ ডকুমেন্টর ফোল্ডার
৪৩৯। কোনটি স্টোরেজ ডিভাইস?- উত্তরঃ হার্ডডিস্ক
৪৪০। নেটওয়ার্কিং এর সুবিধা কী?- উত্তরঃ একসাথে অনেক লােক ব্যবহার করতে পারে
৪৪১। কমপিউটার কার্যৰ্ম করার জন্য কী প্রয়ােজন?- উত্তরঃ Operating System
৪৪২। হাইব্রিড কমপিউটার কী কাজে ব্যবহার করা হয়?- উত্তরঃ নভােযান-এ
৪৪৩। কোনটি ফাংশন কী?- উত্তরঃ F10
৪৪৪। মাইক্রো কমপিউটার হল —উত্তরঃ ড্রাইভ ফোল্ডার
৪৪৫। সফটওয়্যার কী?- উত্তরঃ এক বা একাধিক প্রােগ্রামের সমষ্টি
৪৪৬। BIOsকী?- উত্তরঃ একটি ফার্মায়্যার
৪৪৭। কোনটি ফাংশন কী?- উত্তরঃ F10
৪৪৮। মাইক্রো কমপিউটার হল – উত্তরঃ ড্রাইভ ফোল্ডার
৪৪৯। সফটওয়্যার কী?- উত্তরঃ এক বা একাধিক প্রােগ্রামের সমষ্টি
৪৫০। BIOS কী?- উত্তরঃ একটি ফার্মায়্যার
৪৫১। আকার ও আকৃতি অনুসারে কমপিউটার কত প্রকার?- উত্তরঃ চার প্রকার
৪৫২। আই.বি.এম ১৬২০ কমপিউটারটি কী ধরনের কমপিউটার?- উত্তরঃ মেইনফ্রেম কমপিউটার
৪৫৩। কোনটিকে রিডরেঞ্জ কমপিউটার বলা হয়?- উত্তরঃ মিনিফ্রেম কমপিউটার
৪৫৪। কমপিউটার সংগঠন বা হার্ডওয়্যারের প্রধান অংশ কয়টি?- উত্তরঃ তিনটি।
৪৫৫। প্রথম গণনা যন্ত্রের নাম কী? উঃ- অ্যাবাকাস
৪৫৬। পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্রের নাম কী?- উত্তরঃ MARK-1
৪৫৭। মার্ক-১ এর দৈর্ঘ ছিল?- উত্তরঃ ৫১ ফুট লম্বা
৪৫৮। সংরতি প্রােগ্রামের ধারণা দেন কে?- উত্তরঃ ড.জন ভন নিউম্যান
৪৫৯। সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কমপিউটার কোনটি?- উত্তরঃ ইউনিভ্যাক
৪৬০। আমাদের দেশে কত সালে কপিরাইটার আইন প্রণয়ন করা হয়- উত্তরঃ ১৯৬২ সালে
৪৬১। সিস্টেম সফ্টওয়্যার কত প্রকার?- উত্তরঃ ৪ প্রকার।
৪৬২। মিডিয়া প্লেয়ার সফ্টওয়্যার কত প্রকার?- উত্তরঃ ২ প্রকার
৪৬৩। কর্যগত দিক থেকে কমপিউটারের সফ্টওয়্যারকে কত ভাগে ভাগ করা যায়?- উত্তরঃ ৩ ভাগে
৪৬৪। সফ্টওয়্যার কত প্রকার?- উত্তরঃ ২ প্রকার
৪৬৫। তথ্যের ক্ষুদ্রতম একক – উত্তরঃ ডেটা
৪৬৬। ডেটা শব্দের অর্থ – উত্তরঃ ফ্যাক্ট
৪৬৭। বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই- উত্তরঃ ইনফরমেশন
৪৬৮। তথ্য=উপাত্ত+প্রেক্ষিত+অর্থ
৪৫৯। তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত – উত্তরঃ তথ্য প্রযুক্তি
৪৬০। ICT in Education Program প্রকাশ করে – উত্তরঃ UNESCO
৪৬১। কম্পিউটারের ভেতর আছে – উত্তরঃ অসংখ্য বর্তনী
৪৬২। তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে – উত্তরঃ কম্পিউটার
৪৬৩। কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে – উত্তরঃ ৪টি
৪৬৪। মনো এফএম ব্যান্ড চালু হয় – উত্তরঃ ১৯৪৬ সালে
৪৬৫। স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় – উত্তরঃ ১৯৬০ সালে
৪৬৬। ইন্টারনেট শব্দটি চালু হয় – উত্তরঃ ১৯৮২ সালে
৪৬৭। ARPANETএ TCP/IP চালু হয় – উত্তরঃ ১৯৮৩ সালে
৪৬৮। NSFNET প্রতিষ্ঠিত হয় – উত্তরঃ ১৯৮৬ সালে
৪৬৯। ARPANET বন্ধ হয় – উত্তরঃ ১৯৯০ সালে
৪৭০। সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় – উত্তরঃ ১৯৮৯ সালে
৪৭১। ISOC প্রতিষ্ঠিত হয় – উত্তরঃ ১৯৯২ সালে
৪৭২। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী- প্রায় ৫কোটি ২২লাখ (৩২%)
৪৭৩। ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায় – ১৯৬৯-১৯৮৩
৪৭৪। টিভি – একমূখী যোগাযোগ ব্যবস্থা
৪৭৫। “Global Village” ও “The Medium is the Message” এর উদ্ভাবক – মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০)
৪৭৬। The Gutenberg : The Making Typographic Man প্রকাশিত হয় – -উত্তরঃ ১৯৬২ সালে
৪৭৭। Understanding Media প্রকাশিত হয়
৪৭৮। IT+Consumer Electronics= Vaio
৪৭৯। কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে – ৫ম প্রজন্মের কম্পিউটারে
৪৮০। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা হয় – প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
৪৮১।রোবটের উপাদান- Power System, Actuator, Sensor, Manipulation
৪৮২। PCB এর পূর্ণরূপ – -উত্তরঃ Printed Circuit Board
৪৮৩। খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে ত্বকের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতো – মিশরীয়রা
৪৮৪। নেপোলিয়নের চিকিৎসক ছিলেন – ডমিনিক জ্যা ল্যারি
৪৮৫। মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ – স্পুটনিক-১
৪৮৬। চাঁদে প্রথম মানুষ পৌঁছে – ২০জুলাই, ১৯৬৯ সালে
৪৮৭। MRP এর পূর্ণরুপ – Manufacturing Resource Planning
৪৮৮। UAV উড়তে সক্ষম ১০০ কি.মি. পর্যন্ত
৫৮৯। GPS এর পূর্ণরুপ – Global Positioning System
৪৯০। বিশ্বগ্রামের মেরুদণ্ড – কানেকটিভিটি
৪৯১। কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তগ্রহণমূলক কাজ করা যায়
৪৯২। বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার – ওয়েবসাইট
৪৯৩। EHRএর পূর্ণরুপ – Electronic Heath Records
৪৯৪। অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে বলে – অফিস অটোমেশন
৪৯৫। IT+Entertainment = Xbox
৪৯৬। IT+Telecommunication = iPod
৪৯৬। ব্যক্তি সনাক্তকরণে ব্যবহৃত হয় -বায়োমেট্রিক পদ্ধতি
৪৯৭। হ্যান্ড জিওমেট্রি রিডার পরিমাপ করতে পারে – ৩১০০০+ পয়েন্ট
৪৯৮। আইরিস সনাক্তকরণ পদ্ধতিতে সময় লাগে -১০-১৫ সেকেন্ড
৪৯৯। Bioinformatics শব্দটি প্রথম ব্যবহার করেন – Paulien Hogeweg
৫০০। Bioinformatics এর জনক – Margaret Oakley Dayhaff
৫০১। এক সেট পূর্নাঙ্গ জীনকে বলা হয় – জিনোম
৫০২। Genetic Engineering শব্দটি প্রথম ব্যবহার করেন – Jack Williamson l
৫০৩। রিকম্বিনান্ট ডিএনএ তৈরি করেন – Paul Berg(1972)
৫০৪। বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণি- -উত্তরঃ ইঁদুর (1974)
৫০৫। ন্যারো ব্যান্ডের গতি -উত্তরঃ 45-300 bps
৫০৬। ভয়েস ব্যান্ডের গতি -উত্তরঃ 9600 bps
৫০৭। ব্রডব্যান্ডের গতি- -উত্তরঃ 1 Mbps
৫০৮। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন- -উত্তরঃ এসিনক্রোনাস
৫০৯। সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ব্লকে ক্যারেক্টার -উত্তরঃ ৮০-১৩২টি
৫১০। ডাটা ট্রান্সমিশন মোড- ৩ প্রকার
৫১১। একদিকে ডাটা প্রেরণ- সিমপ্লেক্স মোড
৫১২। উভয় দিকে ডাটা প্রেরণ, তবে এক সাথে নয়- হাফ ডুপ্লেক্স মোড
৫১৩। একই সাথে উভয় দিকে ডাটা প্রেরণ – ফুল ডুপ্লেক্স মোড
৫১৪। ক্যাবল তৈরি হয়- পরাবৈদ্যুতিক(Dielectric) পদার্থ দ্বারা
৫১৫। Co-axial Cable এ গতি 200 Mbps পর্যন্ত
৫১৬। Twisted Pair Cable এ তার থাকে- 4 জোড়া
৫১৭। Fiber Optic- Light signal ট্রান্সমিট করে
৫১৮। মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz
৫১৯। কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে- -উত্তরঃ ১৯৫০ এর দশকে
৫২০। Geosynchronous Satellite স্থাপিত হয়- -উত্তরঃ ১৯৬০ এর দশকে
৫২১। কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০ কি.মি. উর্ধ্বে
৫২২। Bluetooth এর রেঞ্জ 10 -100 Meter
৫২৩। Wi-fi এর পূর্ণরুপ- Wireless Fidelity
৫২৪। WiMax এর পূর্ণরুপ-উত্তরঃ Worlwide Interoperabilty for Microwave Access
৫২৫। ৪র্থ প্রজন্মের প্রযুক্তি- WiMax
৫২৬। WiMax এর গতি- 75 Mbps
৫২৭। FDMA = Frequency Division Multiple Access
৫২৮। CDMA = Code Division Multiple Access
৫২৯। মোবাইলের মূল অংশ- ৩টি
৫৩০। SIM = Subscriber Identity Module
৫৩১। GSM = Global System for Mobile Communication
৫৩২। GSM প্রথম নামকরণ করা হয়- ১৯৮২ সালে
৫৩৩। GSM এর চ্যানেল- ১২৪টি (প্রতিটি 200 KHz)
৫৩৪। GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি- 4 ধরনের
৫৩৫। GSM ব্যবহৃত হয় ২১৮টি দেশে
৫৩৬। GSM 3G এর জন্য প্রযোজ্য
৫৩৭। GSM এ বিদ্যুৎ খরচ গড়ে ২ওয়াট
৫৩৮। CDMA আবিষ্কার করে Qualcom(১৯৯৫)
৫৩৯। রেডিও ওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 10 KHz-1GHz
৫৪০। রেডিও ওয়েভের গতি 24Kbps
৫৪১। CDMA 3G তে পা রাখে ১৯৯৯ সালে
৫৪২। CDMA ডাটা প্রদান করে স্প্রেড স্পেকট্রামে
৫৪৩। 1G AMPS চালু করা হয় ১৯৮৩ সালে উত্তর আমেরিকায়
৫৪৪। সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয় 2G তে
৫৪৫। 3G চালু হয় ১৯৯২ সালে
৫৪৬। 3G এর ব্যান্ডউইথ 2MHz
৫৪৭। 3G Mobile প্রথম ব্যবহার করে জাপানের NTT Docomo (২০০১)
৫৪৮। 4G এর প্রধান বৈশিষ্ট্য IP ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার
৫৪৯। 4G এর গতি 3G এর চেয়ে ৫০ গুণ বেশি
৫৫০। 4G এর প্রকৃত ব্যান্ডউইথ 10Mbps
৫৫১। টার্মিনাল দুই ধরনের
৫৫২। ভৌগলিকভাবে কম্পিউটার নেটওয়ার্ক- ৪ ধরনের
৫৫৩। PAN সীমাবদ্ধ ১০ মিটারের মধ্যে
৫৫৪। PAN এর ধারণা দেন থমাস জিমারম্যান
৫৫৫। LAN সীমাবদ্ধ ১০ কিলোমিটারের মধ্যে
৫৫৬। LAN এ ব্যবহৃত হয় Co-axial Cable
৫৫৭। কেবল টিভি নেটওয়ার্ক- MAN
৫৫৮। NIC=Network Interface Card
৫৫৯। NIC কার্ডের কোডে বিট সংখ্যা-48
৫৬০। মডেম দুই ধরনের
৫৬১। Hub হল দুইয়ের অধিক পোর্টযুক্ত রিপিটার
৫৬২। স্বনামধন্য রাউটার কোম্পানি- Cisco
৫৬৩। ব্রিজ প্রধানত ৩ প্রকার
৫৬৪। নেটওয়ার্কে PC যে বিন্দুতে যুক্ত থাকে, তাকে নোড বলে।
৫৬৫। Office Management-এ ব্যবহৃত হয়- Tree Topology
৫৬৬। বানিজ্যিকভাবে Cloud Computing শুরু করে- আমাজন (২০০৬)
৫৬৭। Cloud Computing এর বৈশিষ্ট্য- ৩টি
৫৬৮। সংখ্যা পদ্ধতিরর প্রতীক- অংক
৫৬৯। সংখ্যা পদ্ধতি দুই ধরণের
৫৭০। Positional সংখ্যা পদ্ধতিরর জন্য প্রয়োজন- 3টি ডাটা
৫৭১। সংখ্যাকে পূর্ণাংশ ও ভগ্নাংশে ভাগ করা হয় Radix Point দিয়ে
৫৭২। GMO এর পূর্ণরুপ – Genetically Modified Organism
৫৭৩। পারমানবিক বা আনবিক মাত্রার কার্যক্ষম কৌশল – ন্যানোটেকনোলজি
৫৭৪। অনুর গঠন দেখা যায় – স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে
৫৭৫। Computer Ethics Institute এর নির্দেশনা – ১০টি
৫৭৬। ব্রেইল ছাড়া অন্ধদের পড়ার পদ্ধতি – Screen Magnification / Screen Reading Software
৫৭৭। যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান – ৫টি
৫৭৮। ট্রান্সমিশন স্পিডকে বলা হয় – Bandwidth
৫৭৯। Bandwidth মাপা হয় – bps
৫৮০। Wi-fi এর গতি- 54 Mbps
৫৮১। WiMax শব্দটি চালু হয়- ২০০১ সালে
৫৮২। MMS ও SMS চালু হয় 2G তে
৫৮৩। Bit এর পূর্ণরুপ- Binary Digit
৫৮৪। Digital Computerএর মৌলিক একক- Bit
৫৮৫। সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি 87.5-108.0 Hz
৫৮৬। Radio Communication System এ ব্রডকাস্টিং – ৩ ধরণের
৫৮৭। PAL এর পূর্ণরূপ – Phase Alternation by Line
৫৮৮। দেশে বেসরকারি চ্যানেল -৪১টি
৫৮৯। পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট
৫৯০। ইন্টারনেট চালু হয় – ARPANET দিয়ে (১৯৬৯)
৫৯১। ARPANET চালু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ –উত্তরঃ ১৯৬৪ সালে
৫৯২। বিশ্বগ্রামের মূলভিত্তি – নিরাপদ তথ্য আদান প্রদান – Genetech(1976)