
আধার কার্ড নিয়ে অনেকেই নানা সমস্যায় পড়েন। আধারে অনেক সময়ে ভুল নাম, ঠিকানা বা ফোন নম্বর যুক্ত হয়ে যায়। সে সব সংশোধন করতে রীতিমতো দৌড়ঝাঁপ করতে হয়। এখন প্রায় সমস্ত কাজেই আধার কার্ডের প্রয়োজন হয়। তাই আধার কার্ডকে আপডেটেড রাখা খুবই দরকার।
আপনি যদি নিজের আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান, তবে এখন আর আপনাকে নির্দিষ্ট আধার কেন্দ্রে ছুটতে হবেনা। বাড়িতে বসেই বদলে ফেলতে পারবেন আধার কার্ডের ঠিকানা।
জেনে নিন কী ভাবে কাজটি সম্পূর্ণ করবেন।
নাম পরিবর্তন করবেন কী ভাবেঃ
আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে (https://uidai.gov.in) এই লিংক এ যান।

১. সেখানে পেজে Proceed to Update Aadhar/Update Aadhar (প্রসেস টু আপডেট/আপডেট আধার) অপশন দেখতে পাবেন, তাতে ক্লিক করুন।

২. এর পর যে পেজ খুলবে তাতে নির্দিষ্ট স্থানে আপনার 12 ডিজিটের আধার নম্বর দিয়ে লগ ইন করতে হবে।
৩. এর পরে স্ক্রিনে প্রদত্ত ক্যাপচা পূরণ করতে হবে। সবশেষে Send OTP অপশনে ক্লিক করুন। প্রায় সঙ্গে সঙ্গেই আপনার আধারের সঙ্গে রেজিস্টার্ড কৃত মোবাইল নম্বরে OTP কোড আসবে।

৪. সেখানে OTP (ওটিপি) কোডটি বসিয়ে সাবমিট করুন। এরপর একটি নতুন পেজ খুলবে। সেখানে আপনার সঠিক ব্যক্তিগত বিবরণ, যেমনঃ আপনার ঠিকানা, জন্ম তারিখ, নাম এবং লিঙ্গ ইত্যাদি তথ্যাবলী দিতে হবে। এখানেই সমস্ত বিবরণ আপডেট করার অপশন থাকবে।
৫. Name change বা নাম পরিবর্তন অপশনে ক্লিক করুন।
৬. সঠিক নাম দিন।
৭. এর পরে আপনার মোবাইলে আবার একটি ওটিপি আসবে, সেই কোডটি সঠিক ভাবে দিয়ে SAVE বাটনে চাপুন। সেটি দিলেই কাজ শেষ।
তবে মনে রাখবেন যে, নাম আপডেট করতে অবশ্যই নামের প্রমাণ হিসেবে রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড অথবা ড্রাইভার্স লাইসেন্স দিতে পারবেন। মনে রাখবেন, আধারের ওয়েবসাইটে গিয়ে মাত্র দু’বার নাম সংশোধন করতে পারবেন। তাই ঠান্ডা মাথায় কাজটি করতে হবে।
আধার কার্ডের ঠিকানা বদল করবেন যেভাবেঃ
আধার কার্ড আমাদের গুরুত্বপূর্ণ আইডেন্টিটি ডকুমেন্ট গুলির মধ্যে একটি। এখন প্রায় সমস্ত কাজেই আধার কার্ডের প্রয়োজন হয়। আধার কার্ডে আমাদের নাম, ঠিকানা, লিঙ্গ, জন্ম তারিখ, মোবাইল নম্বর সমস্ত কিছু উল্লেখ্য থাকে। কিন্তু অনেক সময়েই আমাদের ঠিকানা পাল্টে যায়। তাই আধার কার্ডকে আপডেটেড রাখা খুবই দরকার।
১. আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে (https://uidai.gov.in) এই লিংক এ যান।

২. এরপর Address Update Request/ Update Aadhar (প্রসেস টু আপডেট/আপডেট আধার) অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে।
৩. সেখানে নির্দিষ্ট স্থানে 12 ডিজিটের আধার নম্বর ইনপুট করে লগ-ইন করতে হবে।
৪. এর পরে স্ক্রিনে প্রদত্ত ক্যাপচা যথাযথভাবে পূরণ করতে হবে। সবশেষে Send OTP অপশনে ক্লিক করুন। প্রায় সঙ্গে সঙ্গেই আপনার আধারের সঙ্গে রেজিস্টার্ড কৃত মোবাইল নম্বরে OTP কোড আসবে।
৫. সেখানে OTP (ওটিপি) কোডটি বসিয়ে সাবমিট করুন। এরপর একটি নতুন পেজ খুলবে।
৬. সেখানে ঠিকানা পরিবর্তন সংক্রান্ত Address অপশনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন যে আধার আপডেট করতে গেলে কোনো না কোনো আইডি প্রুফ থাকা বাধ্যতামূলক। সেক্ষেত্রে প্রমাণ হিসেবে রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড অথবা ড্রাইভার্স লাইসেন্স দিতে হতে পারে।
৭. সমস্ত ডিটেলস দেবার পরে মোবাইলে আরও একটি ওটিপি আসবে। সেটি সঠিক স্থানে ইনপুট করে সেভ (SAVE) অপশনে ক্লিক করতে হবে।
আপনি সমস্ত প্রকৃয়া সম্পন্ন করার পর আপনাকে একটি URN নম্বর দেওয়া হবে। সেই নম্বরটি যত্নের সহকারে রেখে দেবেন।